
আজ মঙ্গলবার রাজধানীতে ভার্চুয়াল বিজ্ঞান মেলার ভার্চুয়াল আলোচনায় অংশ তিনি এসব কথা বলেন। মেলার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ ভয়াবহ একটা দুঃসময় অতিক্রম করছে। খালেদা জিয়া, যিনি অন্যায়ভাবে বন্দী হয়ে রয়েছেন। আমাদের ৩৫ লাখ মানুষ মিথ্যা মামলার আসামি হয়ে আছে। শুধু বিএনপির নয়, বাংলাদেশের মানুষ ভয়াবহ একটা অবস্থার মধ্যে, দুঃসময়ের মধ্যে কাটাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
আরও পড়ুনঃ ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে ৮ শতাংশ: জরিপ
ভার্চুয়াল বিজ্ঞান মেলায় উপস্থিত তরুণ-তরুণীদের উৎসাহ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা কিছুদিন পর এই পৃথিবীতে থাকব না। কিন্তু তোমরা যারা আজ প্রজেক্ট নিয়ে এসেছ, তোমাদের সংখ্যা কম নয়। আমি আশান্বিত হয়েছি, এত কম বয়সে তোমরা রাষ্ট্র নিয়ে কত গভীরে চিন্তা করছ। তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের একটা সুন্দর রাষ্ট্র উপহার দেবে।’
Visit Our Facebook Page : Durdurantonews
Follow Our Twitter Account : Durdurantonews